নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): বর্ষাকালে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরল এবং উত্তরাখণ্ড সহ ছয়টি রাজ্যের জন্য ১,০৬৬.৮০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়টি রাজ্যের মধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) থেকে অসমকে ৩৭৫.৬০ কোটি টাকা, মণিপুরকে ২৯.২০ কোটি টাকা, মেঘালয়কে ৩০.৪০ কোটি টাকা, মিজোরামকে ২২.৮০ কোটি টাকা, কেরলকে ১৫৩.২০ কোটি টাকা এবং উত্তরাখণ্ডকে ৪৫৫.৬০ কোটি টাকা কেন্দ্রীয় অংশ হিসেবে দেওয়া হয়েছে। এই বছর দক্ষিণ-পশ্চিম বর্ষাকালে এই রাজ্যগুলি অত্যন্ত ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবছর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ১৪টি রাজ্যকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে ৬,১৬৬.০০ কোটি টাকা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) থেকে ১২টি রাজ্যকে ১,৯৮৮.৯১ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও, রাজ্য দুর্যোগ প্রশমন তহবিল (এসডিএমএফ) থেকে ৫টি রাজ্যকে ৭২৬.২০ কোটি টাকা এবং জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল (এনডিএমএফ) থেকে ২টি রাজ্যকে ১৭.৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স -এ বলেছেন, মোদী সরকার প্রতিটি পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি বলেন, আজ কেন্দ্রীয় সরকার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরল এবং উত্তরাখণ্ডের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) অধীনে কেন্দ্রীয় অংশ হিসেবে ১০৬৬.৮০ কোটি টাকা অনুমোদন করেছে। এবছর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) তহবিল থেকে ১৯টি রাজ্যকে ৮০০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া