ফিফা ক্লাব বিশ্বকাপ:জুভেন্টাসকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ
ফ্লোরিডা, ২জুলাই(হি.স.): মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত এক হেডে জয় পায় রিয়াল। সমতায় ফেরার
ফিফা ক্লাব বিশ্বকাপ: জুভেন্টাসকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ


ফ্লোরিডা, ২জুলাই(হি.স.): মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত এক হেডে জয় পায় রিয়াল। সমতায় ফেরার জন্য জুভেন্টাস মরিয়া হয়ে উঠলেও গোল পায়নি। ফলে স্বস্তির জয় নিয়েই শেষ আটে পা রেখেছে ৫ বারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দলের থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাঁদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও শট গুলো গোল করার মতো ছিল না। ম্যাচের ৫৪ মিনিটে একমাত্র গোলটি আসে গঞ্জালোর গার্সিয়ার পা থেকে। চলতি আসরে এটি তাঁর তৃতীয় গোল। সমতায় ফেরার সুযোগ ছিল জুভেন্টাসের সামনেও। কিন্তু ফ্রান্সিসকো, ভালভের্দেরা গোল করতে ব্যর্থ হয়। রিয়াল কোয়ার্টারে খেলবে ডর্টমুন্ড এর সঙ্গে।

চলতি আসরে প্রথম খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। কিন্তু খুব একটা ভালো খেলতে পারেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande