জৌনপুর, ২৩ জুলাই (হি.স.): বুধবার একটি সাইবার জালিয়াতি চক্রের অভিযোগে জৌনপুর পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষিত একজন অপরাধীও রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আতিশ কুমার সিং জানিয়েছেন, ধৃতদের মধ্যে রয়েছে প্রতাপগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার যাদব, সারাখোয়াজের বাসিন্দা বিদ্যাসাগর প্রজাপতি, বিবেক প্রজাপতি, অরবিন্দ ভার্মা, অলোক কুমার যাদব, ধনঞ্জয় যাদব এবং রাহুল যাদব। ইঞ্জিনারিং পাস জিতেন্দ্র যাদব এই চক্রের মূল পাণ্ডা। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, ঋণের বোঝায় জর্জরিত থাকার কারণে সে সাইবার অপরাধ শুরু করে।
ফেসবুকে সে ট্রাক্টর এবং মহিষ বিক্রির ভুয়া বিজ্ঞাপন দিত। ইচ্ছুকরা ফোন করে অনলাইনে ট্রাক্টর এবং মহিষ কেনার ইচ্ছাপ্রকাশ করলে টাকা ট্রান্সফারের নাম প্রতারণা করত। অতিরিক্ত টাকা দাবি করত। পুলিশ এই চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া