মুখ্যমন্ত্রী, সাংসদ-মন্ত্রী এবং এনএফ রেলের জিএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের
গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : উত্তর করিমগঞ্জবাসী তথা মহিষাশনবাসী জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ করে এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্ৰীভূমি জেলান্তৰ্গত করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী দৈনিক চলাচল করবে। সোশাল মিডিয়ায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছেন।
জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের (২০২৫) ১ আগস্ট থেকে নির্ধারিত নতুন সময়সূচি অনুয়ায়ী করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেন দৈনিক চলাচল করবে।
সে অনুযায়ী ৫৫৬৮৬ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ট্রেন ১ আগস্ট থেকে পূর্বে নির্ধারিত সময় বেলা ১-টা ১৫ মিনিটের পরিবর্তে শিলচর থেকে ছাড়বে বিকাল ৪-টা ৫ মিনিটে এবং মহিষাশন গিয়ে পৌঁছবে পূর্বের নির্ধারিত সময় বিকাল ৩-টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ৭-টা ৩০ মিনিটে। ৫৫৬৮৫ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার পূর্বের নির্ধারিত সময় সকাল ৯-টার পরিবর্তে ১ আগস্ট মহিষাশন থেকে রাত ৮-টায় ছেড়ে শিলচর পৌঁছবে দুপুর ১২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১০-টা ৫০ মিনিটে।
তাছাড়া ৫৫৬৬২ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ২ আগস্ট থেকে শিলচর থেকে সকাল ৫-টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮-টা ৩০ মিনিটে মহিষাশন পৌঁছবে। ৫৫৬৬১ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সকাল ৯-টায় মহিষাশন থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে শিলচর পৌঁছবে।
প্রসঙ্গত, ৫৫৬৬২ নম্বর শিলচর-মহিষাশন প্যাসেঞ্জার ও ৫৫৬৬১ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার চলাচল করত। অন্যদিকে ৫৫৬৮৬ নম্বর শিলচর-মহিষাশন এবং ৫৫৬৮৫ নম্বর মহিষাশন-শিলচর প্যাসেঞ্জার সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং শনিবার চলাচল করত। আগামী ১ আগস্ট এবং ২ আগস্ট থেকে শিলচর-মহিষাশন-শিলচর, এই দুটি ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী দৈনিক চলাচল করবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, মহিষাশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন দৈনিক চলাচলের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে গত ৭ জুলাই রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব এবং শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবির ভিত্তিতে দীর্ঘক্ষণ আলোচনা ও পর্যালোচনা করেন।
এ প্ৰসঙ্গে ওই প্রতিনিধি দলের অন্যতম সদস্য শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমি প্রথমেই এ বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে। এছাড়া সময়োচিত সক্রিয় ভূমিকা এবং আমার আবেদনে সাড়া দেওয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ এবং এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবকে।’
তিনি বলেন, ‘করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেনের যাত্রা দুই শিফটে দৈনিক চলাচলের জন্য যে দাবি জানিয়েছিলাম, তা পূর্ণ করে এনএফ রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব নেতৃত্বাধীন টিম আগামী ১ আগস্ট থেকে বাস্তবায়ন হবে বলে নতুন সময়সূচি সংবলিত বিজ্ঞপ্তি জারি করেছে।’
বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য এছাড়া অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৃহত্তর মহিষাশনবাসী তথা উত্তর করিমগঞ্জবাসী জনসাধারণকেও।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব