আগরতলা, ২৩ জুলাই (হি.স.) : সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করল ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা।
মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস রক্ষা করা। এই লক্ষ্যেই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করেছে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা।
ওএনজিসি-এর কনফারেন্স হলে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধাঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার, স্থানীয় কর্পোরেটর সহ ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার নেতৃবৃন্দ।
এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যের বারোটি সরকারি এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এই সংগঠন এই ধরনের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর জন্য সংগঠনের কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ