নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.) : এসএসসি-র নতুন পরীক্ষার সিদ্ধান্তে অনড় সুপ্রিম কোর্ট। এবার ওএমআর শিট প্রকাশ চেয়ে করা মামলাও খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। শুক্রবার মামলা খারিজ হলো বিচারপতি সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চের।
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে একরাশ ব্যর্থতার মুখেই পড়তে হল চাকরিহারাদের। ওএমআর শিট প্রকাশের আবেদন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রায় ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের আবেদনের মামলাটি খারিজ করে দেয় প্রাথমিক পর্যায়েই। ফলত চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জলঘোলা।
একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, এসএসসি চাকরি বাতিলের মামলায় এর আগেও একাধিক রিভিউ, পিটিশন খারিজ হয়েছে। নতুন করে এ বিষয়ে আর হস্তক্ষেপের প্রয়োজন নেই। পাশাপাশি আগামীতে কোনও জিজ্ঞাস্য বা কোনো বিষয় স্পষ্ট করার জন্য আবেদনকারীদের সরাসরি সুপ্রিম কোর্টে না এসে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম-দশম ও ১৪ তারিখে একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত