শ্রীনগর, ২৫ জুলাই (হি. স.) : ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল এক ভারতীয় সেনার । শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ২ জন জখম হয়েছে বলে সেনাকর্তারা জানিয়েছেন।
সেনা সূত্রে জানা গেছে, কৃষ্ণা ঘাটি এলাকায় এরিয়া ডমিনেশনের জন্য টহল দেওয়ার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। যাতে ললিত কুমার (নামে ওই ভারতীয় সেনার মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন জেসিও, তাদের সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং দুজনেরই অবস্থা স্থিতিশীল বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন। মৃত ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে এদিন জিওসি হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। বলা হয়েছে, ‘জিওসি হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদার আধিকারিকরা ৭ জাঠ রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, যিনি কৃষ্ণা ঘাটি এলাকায় এরিয়া ডমিনেশন টহল দেওয়ার সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।’
হিন্দুস্থান সমাচার / সোনালি