মুম্বই, ৩১ জুলাই (হি.স.): নেপালকে ২০২৬ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক হিসেবে মনোনীত করা হয়েছে, যা আগামী বছর ২০২৬ এর ১২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। মূল ইভেন্টে চারটি স্থানের জন্য ১০ টি দল প্রতিযোগিতা করবে, যা সেই বছরের শেষের দিকে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে চলেছে।
২০২৪ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে প্রবেশ নিশ্চিত করেছে। থাইল্যান্ড এবং নেপাল এশিয়া আঞ্চলিক পথ ধরে তাঁদের স্থান অর্জন করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে।
বাকি পাঁচটি স্থান আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে — আফ্রিকা এবং ইউরোপ থেকে দুটি করে দল এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি দল যোগ দেবে। নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাঁচটি দলের দুটি গ্রুপ থাকবে, এরপর সুপার সিক্স পর্ব এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে, ২০২৬ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের সময়সূচি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এই শোপিস ইভেন্টটি ১২ জুন থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে, যেখানে ২৪ দিন ধরে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড সহ সাতটি ভেন্যুতে। ফাইনালটি লর্ডসে অনুষ্ঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি