লন্ডন, ৩১ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরুর আগে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫ বার টস হারল ভারত। ভারতের অধিনায়ক শুভমান গিল চলমান সিরিজে টানা পঞ্চম টস হেরে গেলেন। এর ফলে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর নবনিযুক্ত ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল এই সিরিজে একটা টস জিততে পারেননি।
ভারতীয় পুরুষ ক্রিকেট দল শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে টস জিতেছিল এই বছরের জানুয়ারিতে, রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে। সেই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। এই ১৫টি টস হারার মধ্যে রয়েছে দুটি টি-২০, আটটি ওয়ানডে এবং পাঁচটি টেস্ট ম্যাচ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি