লন্ডন, ৩১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনেই টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা ভারতীয় অধিনায়ক হয়ে গেলেন শুভমান গিল। ১৯৭৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সুনীল গাভাস্কারের ৭৩২ রানের রেকর্ডটি গিল ছাড়িয়ে গেলেন। চলমান সিরিজে এখনও পর্যন্ত ৭৩৭ রান করে গিল টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর যাত্রার শুরুটা আশাব্যঞ্জক ভাবে করেছেন।
এক টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান:
**শুভমান গিল - ৯ ইনিংসে ৭৩৭* রান - ইংল্যান্ডে ভারত - ২০২৫
**সুনীল গাভাস্কার - ৯ ইনিংসে ৭৩২ রান - ভারতে ওয়েস্ট ইন্ডিজ - ১৯৭৮/৭৯
**বিরাট কোহলি - ৮ ইনিংসে ৬৫৫ রান - ভারতে ইংল্যান্ড - ২০১৬/১৭
**বিরাট কোহলি - ৫ ইনিংসে ৬১০ রান - ভারতে শ্রীলঙ্কা - ২০১৮
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি