কেন্দ্রীয় বাহিনী থাকবে ধূলিয়ান ও সামশেরগঞ্জে
কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : মুর্শিদাবাদ জেলার ধূলিয়ান এবং সামশেরগঞ্জে নিরাপত্তার কারণেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এমনটাই জানিয়ে দিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিন
কেন্দ্রীয় বাহিনী থাকবে ধূলিয়ান ও সামশেরগঞ্জে


কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : মুর্শিদাবাদ জেলার ধূলিয়ান এবং সামশেরগঞ্জে নিরাপত্তার কারণেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এমনটাই জানিয়ে দিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন। বিএলও'দের হুঁশিয়ারি দেন। মুখ্যসচিবকে উদ্দেশ্য করে বলেন, ৫ জুলাইয়ের পর কোনও বিএলওকে পরিবর্তন করতে পারবেন না। বিএলওদের অনুরোধ কাজ শুরু করুন। এসআইআর নতুন নয়। চারটে ক্যাটাগরির নাম থাকবে না। ভোটার তালিকায় মৃত, ডবল এন্ট্রি,ভুয়ো ভোটার ও রোহিঙ্গাদের নাম কোনও ভাবেই থাকবে না। একের পর গ্রেফতার হচ্ছে, সুতরাং ধীরে পরিষ্কার হচ্ছে। ভারতীয় মুসলিম,শিখদের কোনও চিন্তা নেই।

এদিকে, শারদোৎসবের সময় ক্লাব ও সংগঠনের জন্য আর্থিক সাহায্য বাবদ মোটা টাকা দিয়ে কোনো লাভ হবে না। পুরসভাগুলোতে হেরেছে। পুলিশ বলে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে হবে। টাকা দেওয়ার সঙ্গে সমর্থনের সম্পর্ক নেই। কলকাতার ১৪৪ টির মধ্যেই ৫৪ টি ওয়ার্ড সমেত আসানসোল সহ একাধিক জায়গা হেরেছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, মহিদুলের যন্ত্রণা যাতে বাড়ে সেটাই বলেছি - ওটা রোহিঙ্গা। বহু শিক্ষিত মুসলিম এমন মন্তব্য করে না। জয় শ্রীরাম বারবার বলতে কোনো আপত্তি নেই শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, ৮০ হাজার অর্নাসের আসন এখনও পর্যন্ত ৫০ হাজারও পূরন হয় নি। কেউ আপনারা বলতে পারবেন না সরকারি স্কুলে সন্তান পড়ে, সমস্ত বে - সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে।

তিনি আরও বলেন, গোটা রাজ্য জুড়েই লুটপাট চলছে। ভূমি দফতরের এবার দূর্নীতি সামনে আসবে। তিনি আরও স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাঙালি মানেই কিন্ত বাংলাদেশি নয় - তবে এটা মনে রাখতে হবে। বীরভূম সফরে দলের নেতা অনুব্রতকে প্রমোশন করিয়ে মহিলাদের কী চোখে তিনি দেখে থাকেন তা মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বুঝিয়ে দিয়েছেন। অনুব্রত মন্ডল গত ২ বছর জেল খেটেছে। আরও ৪ বছর বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ যা করেছেন তা কদর্য, নিম্নরুচির পরিচয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande