বুলাওয়ে, ৩১ জুলাই (হি.স.):
বুলাওয়েতে বুধবার জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হয়েছে প্রথম টেস্ট। বুলাওয়ের পিচ ছিল পেসারদের জন্য স্বর্গ। আর তা ভালোভাবেই কাজে লাগালো কিউই বোলার ম্যাট হেনরি। তার আগুনে বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে ।
নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। হেনরির টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট নিলেন। এছাড়া ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাথান স্মিথ।
এরপর বোলিং এর মত ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান করেছে সফরকারীরা। দিন শেষে ডেভন কনওয়ে ৫১ এবং উইল ইয়ং ৪১ রানে অপরাজিত আছেন।
জিম্বাবুয়ের হয়ে কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভাইনের ব্যাট থেকে। আর সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েছেন আরভাইন ও টিসিগা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি