শুক্রবার স্যার ফ্র্যাঙ্ক ওরেলের জন্মদিন
কলকাতা, ৩১ জুলাই (হি.স.) : স্যার ফ্রাঙ্ক ওরেল। এই ক্যারিবিয়ান কিংবদন্তি বিশ্ব ক্রিকেটে এক স্মরণীয় নাম। গত বছরের ১ আগস্ট ছিল তাঁর জন্ম শতবার্ষিকী। তিনি ছিলেন স্টাইলিস্ট ডানহাতি ব্যাটসম্যান এবং বামহাতি সিম বোলার। ১৯৫০-এর দশকে প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক
শুক্রবার বিশ্ব ক্রিকেট স্মরণ করবে স্যার ফ্র্যাঙ্ক ওরেলকে


কলকাতা, ৩১ জুলাই (হি.স.) : স্যার ফ্রাঙ্ক ওরেল। এই ক্যারিবিয়ান কিংবদন্তি বিশ্ব ক্রিকেটে এক স্মরণীয় নাম। গত বছরের ১ আগস্ট ছিল তাঁর জন্ম শতবার্ষিকী। তিনি ছিলেন স্টাইলিস্ট ডানহাতি ব্যাটসম্যান এবং বামহাতি সিম বোলার। ১৯৫০-এর দশকে প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়করূপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে বিশেষ খ্যাতি লাভ করেন।

কেরিয়ারে ফ্রাঙ্ক ৫১টি টেস্ট খেলেছেন, ৬৯টি উইকেট নিয়েছিলেন এবং ৩৮৬০ রান করেছিলেন। সব্বোর্চ রান ছিল ২৬১ এবং গড়ে ৪৯.৪৮। আর তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৫টি ম্যাচের মধ্যে নয়টি তে জিতেছিল, হেরেছিল তিনটি।

১ আগষ্ট দিনটা এলেই বিশ্ব ক্রিকেটতো ফ্রাঙ্ককে স্মরণ করেই, কিন্তু ভারতীয়দের কাছে আরও স্মরনীয় হয়ে রয়েছে ১৯৬২ সালের সেই ঘটনার কথা ভেবে। এই দিনটায় রক্তদান করে আমাদের নরি কন্ট্রাক্টরকে জীবন দান করেছিলেন এই ক্যারিবিয়ান সম্রাট স্যার ফাঙ্ক ওরেল।

১৯৬২-র সেই সফরে চার্লি গ্রিফিথের বল লাগল ভারতের ওপেনিং ব্যাটসম্যান নরি কন্ট্রাক্টরের মাথায়। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। প্রচুর রক্তক্ষরণ হয় মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রক্ত দেওয়ার দরকার হয়। আর সেই রক্ত দান করে নরিকে বাচিয়ে দিয়ে ইতিহাস গড়লেন ফ্রাঙ্ক। শুধু রক্তদানের ইতিহাস নয়, বদল এনে ফেললেন খেলার পোশাকেও। কারণ, তখন মাথায় হেলমেটের প্রচলনই ছিল না। এল হেলমেটের প্রচলন।

সেদিন স্যার ওরেলের এই মানবিকতার জন্য মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব।

আর তাঁকে শ্রদ্ধা জানিয়ে ১৯৮১-র, ৩ ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবসের দিন সিএবিতে ফ্র্যাঙ্ক ওরেলের নামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই দিনটি পালন করা হয় ফ্রাঙ্ক ওরেল ডে হিসাবে। রাজ্যের বহু ক্রীড়াবিদ ও মানুষ এই দিনটায় শিবিরে রক্তদান করেন।

১৯৮১ সালে প্রথমবার যে সার্টিফিকেট রক্তদাতাদের দেওয়া হয়েছিল তাতে সই ছিল নরিম্যান কনন্ট্রাকটরের। ১৯৮২ সালে ছিল ডন ব্র্যাডম্যান ও ইয়ান বথামের সই। ১৯৮৩,১৯৮৪ ও ১৯৮৫ সালে সই করেন ইমরান, গাভাসকর, কপিলদেব। এইভাবে প্রতিবছর সই করে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির, রোহিত শর্মারা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande