নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): আমেরিকায় গ্রেফতার নীরব মোদীর ভাই নেহাল মোদী। ৪ জুলাই, শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই, ইডির প্রত্যাপর্ণের অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ। নেহালের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। পিএনবি-সহ বিভিন্ন ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তকারীদের সন্দেহ, পিএনবি জালিয়াতিতে নীরবকে সাহায্য করেছিল তার ভাই নেহালও।
সরকারি সূত্রের খবর, পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক প্রত্যর্পণের অনুরোধের ভিত্তিতে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, নীরব মোদীর ভাই নেহাল মোদীকে মার্কিন কর্তৃপক্ষ ৪ জুলাই গ্রেফতার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ