নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, তিনি দেশের সম্মান, মর্যাদা এবং গৌরব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। নরেন্দ্র মোদী আরও বলেন, বিকশিত ও আত্মনির্ভর ভারত গঠনে তাঁর আদর্শ এবং নীতি অমূল্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ