হাওড়াতে সাফাই কর্মীদের দাবি আদায়ে রাস্তা অবরোধ
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : বুধবার হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীদের বিক্ষোভ চলে দীর্ঘ সময়। এদিকে, ওই পথ অবরোধের জেরে যানজট বাধে। হাওড়া মহাত্মা গান্ধী রোড সহ বার্ন স্ট্যান্ডার্ড মোড় এলাকায় এদিন দুপুরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলেই স্বাভাবিক কা
হাওড়াতে সাফাই কর্মীদের দাবি আদায়ে রাস্তা অবরোধ


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.) : বুধবার হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীদের বিক্ষোভ চলে দীর্ঘ সময়। এদিকে, ওই পথ অবরোধের জেরে যানজট বাধে। হাওড়া মহাত্মা গান্ধী রোড সহ বার্ন স্ট্যান্ডার্ড মোড় এলাকায় এদিন দুপুরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলেই স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। ঘটনায় প্রকাশ, হাওড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ীকরণের মূল দাবি ছিল। সেইসঙ্গে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব। এই নিয়ে বুধবার একদা পুরসভা অধুনা কর্পোরেশনের ভারপ্রাপ্ত পুর - কমিশনারের অফিসের সামনেই ওই দাবি আদায়ে চলেছে একটানা বিক্ষোভ। এরপর হাওড়া পুরসভার সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করে ও রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরবর্তীকালে মিছিল করে হাওড়া জেলাশাসকের দফতর ও পুলিশ কমিশনারের দফতরের সামনেও রাস্তায় বসে পড়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন । পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে রাখেন আগামীদিনে তাদের দাবি না মানা হলে হাওড়া শহর জুড়ে আবর্জনার স্তূপে পরিণত হবে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে । কারণ অবিলম্বেই তারা কর্মবিরতির দ্বারস্থ হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande