আমাদের লক্ষ্য মানসম্পন্ন ও স্থায়ী বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা : মন্ত্রী রতনলাল নাথ
কৈলাসহর (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে বুধবার ঊনকোটি জেলার কৈলাসহরে চালু হল ১৩২ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন ও নবনির্মিত ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন।বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন
মন্ত্রী রতন লাল নাথ


কৈলাসহর (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে বুধবার ঊনকোটি জেলার কৈলাসহরে চালু হল ১৩২ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন ও নবনির্মিত ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন।বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, জেলা পরিষদ সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু সহ অন্যান্যরা।

এদিন বিদ্যুৎ মন্ত্রী নতুন বিদ্যুৎ সাব-স্টেশনের কর্মীদের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করান, যাতে তাঁরা আন্তরিকভাবে কাজ করে এলাকার বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখেন। মন্ত্রী রতনলাল নাথ তাঁর বক্তব্যে বলেন,আজ কৈলাসহরের গৌরনগরে ১৩২ কেভি সাব-স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ এবং ধর্মনগর মিশনটিলা থেকে কৈলাসহর পর্যন্ত নবনির্মিত ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করলাম। ৫৯ কোটি ৮২ লক্ষ টাকার এই প্রকল্প ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়েছে। নতুনভাবে স্থাপিত উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কৈলাসহর ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ হবে আরও নিরবচ্ছিন্ন, স্থিতিশীল ও মানসম্মত। প্রায় ৪৬ হাজারের বেশি গ্রাহক এই সুবিধার আওতায় আসবেন। আমি বিশ্বাস করি, এই উন্নয়ন শিল্প, ব্যবসা ও গৃহস্থালির অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের লক্ষ্য শুধুমাত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়া নয়, বরং মানসম্পন্ন ও স্থায়ী বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলাতেও বিদ্যুৎ সরবরাহ উন্নয়নে একই ধরণের প্রকল্প গ্রহণ করা হবে, যাতে প্রতিটি মানুষ আধুনিক বিদ্যুৎ পরিষেবার সুবিধা পান।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande