ফটিকরায়ে উল্টে গেল সরকারি গাড়ি, দুই ইঞ্জিনিয়ার সহ গুরুতর আহত তিন
কুমারঘাট (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) ঊনকোটি জেলার কৈলাসহরে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে কৃষি দফতরের করিগরি বিভাগের চীফ ইঞ্জিনিয়ারের গাড়ি। এই দুর্ঘটনায় আহত হন চীফ ইঞ্জিনিয়ার সহ তিন জন। রাস্তার বেহাল দশার কারণেই এই দুর
সড়ক দুর্ঘটনা


কুমারঘাট (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) ঊনকোটি জেলার কৈলাসহরে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে কৃষি দফতরের করিগরি বিভাগের চীফ ইঞ্জিনিয়ারের গাড়ি। এই দুর্ঘটনায় আহত হন চীফ ইঞ্জিনিয়ার সহ তিন জন। রাস্তার বেহাল দশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, বুধবার আগরতলা থেকে কৈলাসহরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কৃষি দফতরের কারিগরি বিভাগের চীফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস। আগরতলা থেকে কৈলাসহরে যাচ্ছিলেন ভায়া কমলপুর বিকল্প জাতীয় সড়ক।

চীফ ইঞ্জিনিয়ারের গাড়িটি ফটিকরায় থানা এলাকার জয়গন্তি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। গাড়িটি রাস্তার মধ্যে একটি গর্তের মধ্যে পড়ে যায়। আর তাতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা চীফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিরেশ্বর দেবর্বমা এবং গাড়ির চালক খোকন দাস গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে পৌঁছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এর কনভয়। আহত চীফ ইঞ্জিনিয়ার এবং একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আগরতলায় পাঠানো হয়। গাড়ির চালক খোকন দাসকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করেন।

পুলিশ জানায় কৈলাসহর জেলা হাসপাতাল থেকে গাড়ির চালককেও আগরতলায় রেফার করা হয়েছে। স্থানীয় জনগণ জানান, রাস্তার গর্তের মধ্যে জল থাকার কারণে গর্তের গভীরতা আন্দাজ যায়নি তাই এই দুর্ঘটনাটি ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande