সততাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় : কিরেন রিজিজু
বেঙ্গালুরু, ৩০ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, সততাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়। শনিবার বেঙ্গালুরুতে ''বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংসদীয় ব্যবস্থা'' শীর্ষক অ্যাডভোকেটস অ
কিরেন রিজিজু


বেঙ্গালুরু, ৩০ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, সততাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়। শনিবার বেঙ্গালুরুতে 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংসদীয় ব্যবস্থা' শীর্ষক অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এখন মানুষ সংবিধান বই বহন করে এবং সংবিধানের সুরক্ষার কথা বলে, তারা বুঝতে পারে না যে জরুরি অবস্থার সময় তার নিজের দলই সংবিধানের মূল প্রস্তাবনা পরিবর্তন করেছে। এমন কিছু বিষয় আছে যা আমাদের আত্মসমালোচনা করতে হবে। সততা হল নিজেকে এগিয়ে নেওয়ার সর্বোত্তম উপায়।

কিরেন রিজিজু আরও বলেন, আমি সংসদের তরুণ সদস্যকে বলছি, যখন আপনার নেতা আপনাকে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলেন, তখন আপনার প্রতিরোধ করা উচিত এবং তাদের বলা উচিত যে আপনি সংসদে ভোট দেওয়া জনগণের পক্ষে কথা বলতে এসেছেন। যদি দলের নেতা হট্টগোল এবং রাজনৈতিক নাটক তৈরি করা ছাড়া কোনও বিতর্ক বা আলোচনায় আগ্রহী না হন, তবে এটি সংসদ সদস্যদের ক্ষতি। এটি সরকারের জন্য কোনও সমস্যা নয়; সরকার সংখ্যাগরিষ্ঠ, এবং সরকার বিলগুলি পাস করবে। তবে ক্ষতি হল বিরোধী সাংসদদের। বাদল অধিবেশনের সময়, তিন সপ্তাহ ধরে, আমি বারবার বিরোধী দলগুলিকে আলোচনায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছি। পরিশেষে আমাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে বিলগুলি পাস করতে হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস




 

 rajesh pande