ইন্দোর, ৩০ আগস্ট (হি.স.): এখন প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে ব্যাঙ্ক, এমনটাই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, জন ধন যোজনার মাধ্যমে, ভারত সরকার, রিজার্ভ ব্যাঙ্ক এবং সমস্ত ব্যাঙ্ক দেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করছে।
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আরও বলেছেন, এখন ব্যাঙ্কগুলি প্রত্যেকের গ্রামে, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যাতে তারা আর্থিক ব্যবস্থার সরকারি প্রকল্পগুলির সঙ্গে সকলকে সংযুক্ত করতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস