তিয়ানজিন ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা কাউন্সিল (এসসিও) শিখর সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মোদীকে। এসসিও শিখর সম্মেলনে পৌঁছনোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিঙ্গন করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের!
এসসিও শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা গ্রুপ ছবি তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, তিয়ানজিনে আলাপচারিতা অব্যাহত! এসসিও শিখর সম্মেলনের সময় রাষ্ট্রপতি পুতিন এবং রাষ্ট্রপতি শি-র সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা