বিহারে পুলিশের হাতে গ্রেফতার ৪ গরু পাচারকারী , উদ্ধার ৯টি গরু
কাটিহার, ৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের কাটিহারে পুলিশের অভিযানে রবিবার গ্রেফতার হয় ৪ গরু পাচারকারী। ঘটনাটি ঘটে রবিবার রাতে। সোমবার এক পুলিশ আধিকারিক জানান , বেশ কিছুদিন ধরেই চলছিল এই অসাধু চক্রটি। পুলিশ আগে থেকে এই পাচারচক্রটিকে ধরার পরিকল্পনা করে এ
বিহারে পুলিশের হাতে গ্রেফতার ৪ গরু পাচারকারী , উদ্ধার ৯ টি গরু


কাটিহার, ৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের কাটিহারে পুলিশের অভিযানে রবিবার গ্রেফতার হয় ৪ গরু পাচারকারী। ঘটনাটি ঘটে রবিবার রাতে। সোমবার এক পুলিশ আধিকারিক জানান , বেশ কিছুদিন ধরেই চলছিল এই অসাধু চক্রটি। পুলিশ আগে থেকে এই পাচারচক্রটিকে ধরার পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী রবিবার রাতে কুর্সেলা চেক এনএইচ-৮১ তে পুলিশের একটি দল চেকপোস্টের সবকটি গাড়িতেই তল্লাশি শুরু করে।

সেইসময় চেকপোস্টে আসা একটি গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিকে আটক করে। অবশেষে আটক হওয়া গাড়িটি থেকে উদ্ধার হয় ৯টি গরু। পুলিশ তৎক্ষণাৎ ওই চারজনকে গ্রেফতার করে। জানা যায় , ধৃতদের নাম মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ হাসিম, পঙ্কজ কুমার সিং এবং রবীন্দ্র সাহ। সকলেই ভাগলপুরের রংড়া থানার অন্তর্গত সাধওয়া রংড়া গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande