কলকাতা, ৮ সেপ্টেম্বর, (হি.স.): বিহারে এসআইআর নিয়ে হওয়া মামলায় নির্বাচন কমিশনে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সোচ্চার হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
বিষয়টি নিয়ে সোমবার এক্স পোস্টে তিনি লিখেছেন, এখনও অনেক পথ বাকি', সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে বিহারে দ্বাদশ পরিচয় প্রমাণ হিসেবে আধার গ্রহণের নির্দেশ দিয়েছে। ভোট চোরি এবং গণভোটাধিকার বঞ্চিত করা ইসিআই-এর জন্য আরও কঠিন হয়ে উঠেছে! সত্যমেব জয়তে। এখনও অনেক পথ বাকি।
এই বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইয়ের ক্ষেত্রে ১২ তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেওয়া শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই ফের একবার বিজেপিকে কটাক্ষ করে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত