তেহট্টের গণপ্রহার কাণ্ডে ধৃত আরও দুই
নদিয়া, ৮ সেপ্টেম্বর (হি.স.): তেহট্টে গণপ্রহারে দম্পতিকে হত্যার অভিযোগের ঘটনায় আরও দু''জনকে গ্রেফতার করল পুলিশ। এই মামলায় এই নিয়ে তিন জন গ্রেফতার হল। গত শনিবার সকালে তেহট্টের নিশ্চিন্তপুর বটতলায় স্বর্ণাভ বিশ্বাস নামে এক শিশুর মৃতদেহ উদ্ধারের পরে ত
তেহট্টের গণপ্রহার কাণ্ডে ধৃত আরও দুই


নদিয়া, ৮ সেপ্টেম্বর (হি.স.): তেহট্টে গণপ্রহারে দম্পতিকে হত্যার অভিযোগের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। এই মামলায় এই নিয়ে তিন জন গ্রেফতার হল।

গত শনিবার সকালে তেহট্টের নিশ্চিন্তপুর বটতলায় স্বর্ণাভ বিশ্বাস নামে এক শিশুর মৃতদেহ উদ্ধারের পরে তাদের প্রতিবেশী দম্পতি উৎপল ও সোমা মণ্ডলকে পিটিয়ে মারা হয়। তাদের বৌমা নিশা মণ্ডল জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সোমবার নিশ্চিন্তপুরের পাশের গ্রামের একটি মাঠ থেকে গণপ্রহার কাণ্ডে দু'জনকে পাকড়াও করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande