
কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): ঠান্ডায় দার্জিলিং-কে টেক্কা দিচ্ছে বীরভূমের শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা নেমেছে ৬.৬ ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরেও জাঁকিয়ে ঠান্ডা। শীতে পিছিয়ে নেই বাঁকুড়াও।
কলকাতায় শনিবার ফের নেমেছে তাপমাত্রা। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে, তাতেই এই শীতের আমেজ। শনিবার ফের পারদ নিম্নমুখী কলকাতায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। চলতি মরসুমে শুরু থেকেই শীতে দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণের একাধিক জেলার তাপমাত্রা উত্তরবঙ্গের চেয়েও নেমে যাচ্ছে। দার্জিলিং ছাড়া উত্তরের বাকি সব শহরকেই টেক্কা দিচ্ছে দক্ষিণের ঠান্ডা। শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে সর্বনিম্ন। তবে তার পরে সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় আর উত্তরের কেউ নেই। রয়েছে বীরভূমের শ্রীনিকেতন। শনিবার সেখানে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে।
এ ছাড়াও একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। কল্যাণীতে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ