
কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): গত কয়েকদিনে যে হাড়কাঁপানো ঠান্ডা পেয়েছে শহরবাসী, তাতে যেন কিছুটা ভাঁটা পড়ল। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও, এখনও স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তীব্রতা কমলেও এখনও শীতের আমেজ রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সকালেও শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে। পরে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলেছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন শীতের অনুভূতি তীব্র থাকবে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঠান্ডার অনুভূতি উল্লেখযোগ্য ভাবে কম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর-সহ উত্তরের ৪ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ