পূর্বস্থলীতে পারুলডাঙা রেলগেটে অবরোধ স্থানীয়দের
পূর্ব বর্ধমান, ১৬ জানুয়ারি (হি.স.): এসআইআরের নামে হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙা রেলগেটে অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। এ দিন সকাল ৮টা থেকে ১৫ মিনিট চলে অবরোধ। অবরোধকারীদের
পূর্বস্থলীতে পারুলডাঙা রেলগেটে অবরোধ স্থানীয়দের


পূর্ব বর্ধমান, ১৬ জানুয়ারি (হি.স.): এসআইআরের নামে হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙা রেলগেটে অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। এ দিন সকাল ৮টা থেকে ১৫ মিনিট চলে অবরোধ। অবরোধকারীদের দাবি, প্রতিদিন বহু মানুষের কাছে যাচ্ছে শুনানির নোটিস। অনেককে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছতে হচ্ছে শুনানি কেন্দ্রে। নিজের বুথে শুনানির দাবি জানিয়েছে তাঁরা। অবরোধের জেরে ব্যান্ডেল-কাটোয়া লাইনের বিভিন্ন স্টেশনে আটকে যায় লোকাল ট্রেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande