জলন্ধরে এনকাউন্টারে সাফল্য পুলিশের, খুনে অভিযুক্ত দুই অপরাধী জখম
জলন্ধর, ১৮ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের জলন্ধরে এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল পুলিশ। এনকাউন্টারে খুনে অভিযুক্ত দুই অপরাধী জখম হয়েছে। দু''জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলন্ধর পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে পুলিশ এবং খুনের আসামীদের মধ্যে এনকাউন্টার শুরু হ
জলন্ধরে এনকাউন্টারে সাফল্য পুলিশের, খুনে অভিযুক্ত দুই অপরাধী জখম


জলন্ধর, ১৮ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের জলন্ধরে এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল পুলিশ। এনকাউন্টারে খুনে অভিযুক্ত দুই অপরাধী জখম হয়েছে। দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলন্ধর পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে পুলিশ এবং খুনের আসামীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়।

জলন্ধরের এসএসপি হরবিন্দর সিং ভির্ক বলেন, সন্ত ভাগ সিং বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি ঘটনা ঘটে, যেখানে কেশর ধামি নামে একজনকে দুই বন্দুকবাজ গুলি করে হত্যা করেছে। এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর অপরাধ। অপরাধের পরে দুই বন্দুকধারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিল। আদমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল। দুই অভিযুক্ত এনকাউন্টারে জখম হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande