
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাউত বলেন, তাজ হোটেলকে কারাগারে পরিণত করেছেন একনাথ শিন্ডে। সঞ্জয় রাউত এদিন বলেন, এই জোট (বিজেপি-শিবসেনা) থেকে আসা কর্পোরেটররা, কেউ তাদের অপহরণ করবে, হুমকি দেবে, অথবা ক্ষতি করবে এই ভয়ে, তাদের তাজ হোটেলে বন্দী করে রাখা হয়েছে। একনাথ শিন্ডে তাজ হোটেলকে জেলে পরিণত করেছেন। সেখানে বন্দী ঊনত্রিশ বা পঁচিশ জনকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
মুম্বই পুরসভা ভোটের ফলপ্রকাশের পরেই জয়ী কাউন্সিলারদের পাঁচ তারা হোটেলে নিয়ে গিয়ে তুলেছেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। মুম্বইয়ে শুরু হয়েছে রিসর্ট রাজনীতি। এমনটাই অভিযোগ রাউতের। এই নিয়ে এ বার তোপ দাগলেন শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, ‘শিন্ডের ‘বন্দি’ কাউন্সিলাররা আমাদের দলে ফিরতে চান। বেশ কয়েক জন ফোন করেছিলেন।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ