মহিলার রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
পূর্ব সিংভূম, ২ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সোনারি থানা এলাকার পঞ্চবটি নগর রোড নম্বর–২-এর একটি বাড়িতে এক মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সালোনি মুখী। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। শুক্
মহিলার রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


পূর্ব সিংভূম, ২ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সোনারি থানা এলাকার পঞ্চবটি নগর রোড নম্বর–২-এর একটি বাড়িতে এক মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সালোনি মুখী। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

শুক্রবার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে উমঙ্গ মুখীর সঙ্গে সালোনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তিনি শ্বশুরবাড়িতে না থেকে বড় দিদির বাড়িতে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যান সালোনি। শুক্রবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই তাঁর স্বামী উমঙ্গ মুখী পলাতক বলে জানা গিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। তবে স্বামীর গ্রেফতারের দাবিতে মৃতার পরিবার ময়নাতদন্তে আপত্তি জানিয়ে ঘটনাটিকে খুনের আশঙ্কা বলে দাবি করেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 
 rajesh pande