দূষিত জলে মৃত্যু ইন্দোরে, বিজেপি সরকারকে নিশানা উমা ভারতীর
ইন্দোর, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে নলবাহিত জল পান করে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। অসুস্থ বহু মানুষ। এই ঘটনায় বিজেপি সরকারকে নিশানা করলেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। শুক্রবার এই ইস্যুতে সরব হন উমা ভ
উমা ভারতী


ইন্দোর, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে নলবাহিত জল পান করে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। অসুস্থ বহু মানুষ। এই ঘটনায় বিজেপি সরকারকে নিশানা করলেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। শুক্রবার এই ইস্যুতে সরব হন উমা ভারতী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ২০২৫ সালে দাঁড়িয়ে দূষিত জল পান করার কারণে ইন্দোরে সাধারণ মানুষের মৃত্যু আমাদের রাজ্য, আমাদের সরকার এবং সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে লজ্জিত ও অপমানিত করেছে। রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহরটি বাস্তবে এতটাই নোংরা ও বিষাক্ত যে তার ভয়াবহ পরিণতি অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এত মানুষের মৃত্যুর পর ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করে উমা ভারতী আরও লেখেন, একটি জীবনের মূল্য কখনও ২ লক্ষ টাকা হতে পারে না। কারণ, যার মৃত্যু হল তাঁর পরিবার সারাজীবন শোকে ডুবে থাকে। এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই সময় মোহন যাদবের পরীক্ষার সময়। নিজের এই বার্তা তিনি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ট্যাগ করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande