
ইমফল, ৬ জানুয়ারি (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় একটি ডিআই পিক-আপ মিনিট্রাক গভীর খাদে পড়ে তিন মহিলা সহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুৰ্ঘটনায় নিহতদের থাংমুয়ানমুং খুপতং, হাউচিইন, চিংগাইহসিয়াম এবং নিয়াংজানিয়াং বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর প্রায় ১২ দিকে চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত সিংগনাট মহকুমার প্রত্যন্ত নগালজাং গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কোনও এক বিয়ের নিমন্ত্রিতদের নিয়ে যাচ্ছিল মিনিট্রাকটি। কিন্তু পাহাড়ের একটি একটি ইউটার্ন বাঁক নিতে গিয়ে পাশের খাদে পড়ে যায় গাড়িটি। ৩০-এর বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের আধিকারিক সূত্র জানিয়েছে, ডিআই পিক-আপ মিনিট্রাকটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে জেলা সদর থেকে এসডিআরএফ নিয়ে পুলিশের দল অকুস্থলে ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। সূত্রটি জানিয়েছে, আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, জানা গেছে পুলিশের আধিকারিক সূত্রে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস