
বোকাখাত (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে নির্যাতন চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এর প্রভাব অসমেও পড়তে পারে, বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার ‘মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা প্ৰকল্প’-এর অধীনে চেক প্রদান অনুষ্ঠানে এসেছিলেন ড. হিমন্তবিশ্ব শর্মা। চেক প্রদান অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ ব্যক্ত করে কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রাসঙ্গিক এক জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, দিন-কয়েক আগে অসমে একটি জিহাদি মডিউলের চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে এখনও বহু জিহাদি লুকিয়ে রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস