
মুম্বই, ৮ জানুযারি (হি.স.) : ধস শেয়ার বাজারে। এই নিয়ে টানা চারদিন ধরে দালাল স্ট্রিটে ধস অব্যাহত। বৃহস্পতিবার একধাক্কায় ৭৮০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। আড়াইশোর পয়েন্টেরও বেশি পতন হয়েছে নিফটির সূচকে। বৃহস্পতিবারের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইপ্রো। অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারও লোকসানের খাতায় গিয়েছে।
বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, ৭৮০.১৮ পয়েন্ট পতন হয়ে বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক ৮৪১৮০.৯৬। অন্যদিকে নিফটির সূচক ২৫৮৭৬.৮৫-তে নেমে যায়, ২৬৩.৯০ পয়েন্ট পতনের পর। গত চারদিনে ১৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। তার জেরে ৯ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা।
বুধবারই মার্কিন প্রেসিডেন্ট একটি বিলে অনুমোদন দিয়েছেন। সেই বিলের সারমর্ম, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারতের উপরেও ৫০০ শতাংশ শুল্ক চাপতে পারে। ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক থাকায় ভারতীয় অর্থনীতি যথেষ্ট ধাক্কা খেয়েছে। আগামী দিনে শুল্ক বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে শেয়ার বিক্রির ধুম।
হিন্দুস্থান সমাচার / সোনালি