
মুম্বই, ৮ জানুয়ারি ( হি. স.): অবশেষে হলো অপেক্ষার অবসান। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে মুক্তি পেল যশ অভিনীত টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস'- র টিজার । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবির প্রথম লুক। এদিন অভিনেতার ৪০ তম জন্মদিন উপলক্ষে ছবির টিজার প্রকাশ করা হলো পরিচালক ও প্রযোজক মহলের তরফ থেকে । যশের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।
সম্পূর্ণ ভিডিওটির সময়সীমা ২ মিনিট ৫১ সেকেন্ড । সম্পূর্ণ রোমহর্ষক পটভূমিতে তৈরি এই ছবির প্রতিটি ধাপে রয়েছে ভরপুর রোমাঞ্চ । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ মার্চ । ছবিতে যশ কে দেখা যাবে রায়া নামের একটি চরিত্রে । ছবির অনন্য পটভূমি দর্শকদের মন জয় করবে এমন আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক