বিশ্বকাপ বাছাই: আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেল দিদিয়ে দেশমের দল
প্যারিস, ১১ অক্টোবর (হি.স.) : আজারবাইজানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল দিদিয়ে দেশমের দল।প্যারিসে শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সারা ম্যাচ আক্রম
বিশ্বকাপ বাছাই: আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেল দিদিয়ে দেশমের দল


প্যারিস, ১১ অক্টোবর (হি.স.) : আজারবাইজানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল দিদিয়ে দেশমের দল।প্যারিসে শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সারা ম্যাচ আক্রমণের ঝড় তুলে ছিল ফ্রান্স। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। কিন্তু জয়ের আনন্দের মাঝে এমবাপের চোট। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা। এর এক মিনিট পর এমবাপের বদলি হিসেবে নামেন তোভাঁ। ছয় বছর পর জাতীয় দলে ফিরে আসা তোভাঁ গোল করে দলকে ২-০তে এগিয়ে দেন।অন্য গোলটি করেন আদ্রিওঁ রাবিও।

তিন ম্যাচ খেলে তিনটেতেই জয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এর ফলে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয়ী ইউক্রেইন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।গ্রুপের শীর্ষ দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকেট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande