কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : ভারতের পাহাড় সমান রান ৫১৮ রানের সামনে পড়ে প্রথম ইনিংসে দাড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৪৮ রানে শেষ হয় তাদের ইনিংস। ক্যারিবিয়ানরা ২৭০ রানে পিছিয়ে দেখে, প্রতিপক্ষকে ফলো অন করায় অধিনায়ক শুভমান গিল। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে লড়াকু মানসিকতা দেখিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৭৩। তারা ভারতের থেকে এখনও পিছিয়ে আছে ৯৭ রানে।
ক্যাম্পবেল ৮৭ ও হোপ ৬৬ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংস:
ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৯৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ (আথানাজে ৪১, হোপ ৩৬, কুলদীপ ৮২/৫, জাদেজা ৪৬/৩)
দ্বিতীয় ইনিংস:
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩/৩ (ক্যাম্পবেল ৮৭*, হোপ ৬৬*, সিরাজ ১০/১, ওয়াশিংটন ৪৪/১)।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি