অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। ২০০৭ সালে এ টুর্নামেন্টের শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। রবিবার ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসির উত্তরসূরিরা। জয়সূচক গোল দুটি কর
অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা


কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। ২০০৭ সালে এ টুর্নামেন্টের শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা।

রবিবার ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসির উত্তরসূরিরা। জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি।

চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য বরাবর রেখেছিল আর্জেন্টিনা।

আগামী ১৬ অক্টোবর ফাইনালে যাওয়ার লক্ষ্যে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির উত্তরসূরিরা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande