আবু ধাবি, ১২ অক্টোবর (হি.স.) : টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াল আফগানিস্তান। টানা দুই ম্যাচে বাংলাদেশকে হারালো আফগানরা। শনিবার আবু ধাবিতে আগে ব্যাট করতে নেমে ১৯০ রানে থামে আফগানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই অলআউট হয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো বাংলাদেশ।
শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই নিয়ে আফগানদের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো টাইগাররা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি