লিসবন, ১২ অক্টোবর (হি.স.) : লিসবনে শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা, জিতল রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এর ফলে, টানা তিন জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে এগিয়ে গেল পর্তুগাল।
অনেক সুযোগ হারানোর পর স্পট কিক থেকেও গোল করতে পারেননি ক্রিস্তিয়ানো রোনাল্ডো। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন রুবেন নেভেস।
প্রায় ৭০ শতাংশ সময় বল পজেশন রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, ছয়টি ছিল লক্ষ্যে। আর আয়ারল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি, কোনোটিই ছিল না লক্ষ্যে।
তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরির পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্মেনিয়া। আইরিশদের পয়েন্ট ১।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি