কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : আই এফ এ - ২০২৫ বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা এদিন জানিয়েছে যে, আগামী শনিবার ১২৫ তম আইএফএ শিল্ড ফুটবল ফাইনাল। সূচনা পর্বে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্বাবধানে নারায়না স্কুলের ছাত্রীরা নৃত্য শৈলী পরিবেশন করবেন। আইএফএ জানিয়েছে, ওই দিনের টিকিট বিক্রি থেকেই প্রাপ্ত অর্থ ত্রাণ তহবিলে দান করা হবে। উত্তরবঙ্গের মানুষের কল্যাণে এমনতর উদ্যোগ বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার। এই প্রসঙ্গে উল্লেখ্য, উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষ। প্রাণহানির সংখ্যা বহু। ভূমিধস ও বন্যা পীড়িত অসংখ্য মানুষের সাহায্যার্থে ও পাশে দাঁড়াতে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ'র নতুন সিদ্ধান্ত। চলতি আইএফএ শিল্ডের মাধ্যমে সংশ্লিষ্ট অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়াতে মানবিক উদ্যোগের ওই পরিকল্পনা।ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একাংশ উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যে ত্রাণ তহবিলে দেবে আইএফএ। প্রসঙ্গত, আইএফএ শিল্ড ২০২৫ - ২৬ ফাইনাল খেলার টিকিট অনলাইনে ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপে কিনতে পাওয়া যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত