বিশ্বকাপ বাছাই: ফ্রান্সের সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড
প্যারিস, ১৪ অক্টোবর (হি.স.): বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে ফ্রান্স ও আইসল্যান্ড মধ্যে। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল আইসল্যান্ড। ভিক্তর পালসন আইসল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু।
বিশ্বকাপ বাছাই: ফ্রান্সএর সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড


প্যারিস, ১৪ অক্টোবর (হি.স.):

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে ফ্রান্স ও আইসল্যান্ড মধ্যে। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল আইসল্যান্ড।

ভিক্তর পালসন আইসল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু। জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন।

টানা তিন জয়ের প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

একই সময়ে আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেইন ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তিন নম্বরে আইসল্যান্ডের ৪ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande