আহমেদাবাদ, ১৬ অক্টোবর(হি.স.) : কমনওয়েলথ স্পোর্টসের এক্সিকিউটিভ বোর্ড (ইবি) বুধবার ২০৩০ শতবর্ষী কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে গুজরাটের আহমেদাবাদকে সুপারিশ করেছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য আহমেদাবাদ এবং নাইজেরিয়ার রাজধানী আবুজা তাদের প্রস্তাব জমা দিয়েছে।কমনওয়েলথ স্পোর্টস মূল্যায়ন কমিটি কর্তৃক তত্ত্বাবধানে একটি বিস্তারিত প্রক্রিয়া অনুসরণ করে, যা বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রার্থী শহরগুলির মূল্যায়ন করে, ইবি আহমেদাবাদকে সুপারিশ করে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ নভেম্বর গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।কমনওয়েলথ স্পোর্টসের অন্তর্বর্তীকালীন সভাপতি ডঃ ডোনাল্ড রুকারে এই মুহূর্তটিকে আমাদের শতবর্ষী গেমসের দিকে তাকিয়ে থাকাকালীন আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন ইন্ডিয়াএর সভাপতি পিটি ঊষা বলেন, এই গেমস কেবল ভারতের বিশ্বমানের ক্রীড়া এবং ইভেন্ট সক্ষমতা প্রদর্শন করবে না, বরং বিকসিত ভারত ২০৪৭ এর দিকে আমাদের জাতীয় যাত্রায় অর্থবহ ভূমিকা পালন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি