কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের স্থান নিশ্চিত করল প্রথম দল হিসেবে।
ভুল লাইন, উদার অতিরিক্ত বল এবং অস্বাভাবিকভাবে অগোছালো ফিল্ডিং বাংলাদেশকে ১৯৮/৯-এর দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিল।
ধীরগতির ইনিংস শুরুর পর লিচফিল্ড, ফারিহা ত্রিসনার বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের বাকি অংশের জন্য পথ তৈরি করেন। হিলি শীঘ্রই দলে যোগ দেন এবং এই দুজন পাওয়ারপ্লে শেষে অস্ট্রেলিয়াকে ৭৮ রান তুলতে এবং ১৩.৫ ওভারে ট্রিপল ফিগারে পৌঁছাতে সাহায্য করেন - যা এই মরসুমের দ্রুততম রান।
এই জুটির প্রদর্শনীমূলক ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ দ্রুত শেষ হয়ে যায়। হিলি এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন এবং লিচফিল্ড তার অষ্টম ওডিআই অর্ধশতক হাঁকান।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি