জাতীয় সুরক্ষা রক্ষাই অগ্রাধিকার, ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্র
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে চর্চার মধ্যেই কেন্দ্রের তরফে একটি বিবৃতি দেওয়া হল। সেখানে দাবি করা হয়েছে, ‘ভ
রণধীর জয়সওয়াল


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে চর্চার মধ্যেই কেন্দ্রের তরফে একটি বিবৃতি দেওয়া হল। সেখানে দাবি করা হয়েছে, ‘ভারত বরাবর জাতীয় সুরক্ষা রক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।’

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই ভারত অগ্রাধিকার দিয়ে থাকে। তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয় বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। তবে ওই বিবৃতিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি।

বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ 'সুরক্ষিত রাখাকেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের (তেল) আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande