কর্নাটক: গাড়ি-ট্রাক্টরের সংঘর্ষ, মৃত ৩, আহত ২০
হাভেরি, ১৭ অক্টোবর (হি.স.): কর্নাটকের হাভেরি জেলায় গাড়ি-ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের কাকোলার কাছে জাতীয় সড়ক ৪৮-এ। জানা গেছে
Accident


হাভেরি, ১৭ অক্টোবর (হি.স.): কর্নাটকের হাভেরি জেলায় গাড়ি-ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের কাকোলার কাছে জাতীয় সড়ক ৪৮-এ।

জানা গেছে, মৃতদের নাম চমানাসাব কেরিমাট্টিহাল্লি, মাবুসাব ডড্ডাগুব্বি এবং নিংগাম্মা জিগ্যালার। আহতদের রানেবেন্নুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানেবেন্নুর গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে| তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande