সাহেবগঞ্জ ও ভাগলপুর এবং বাঁকা ও ভাগলপুরের মধ্যে বিশেষ ট্রেন
কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): যাত্রীদের ভিড়ের সামাল দিতে, পূর্ব রেলওয়ের মালদা বিভাগ সাহেবগঞ্জ ও ভাগলপুরের মধ্যে (১৮.১০.২০২৫ থেকে ৩০.১০.২০২৫ পর্যন্ত) এবং ভাগলপুর ও বাঁকার মধ্যে (২৪.১০.২০২৫ থেকে ৩০.১০.২০২৫ পর্যন্ত) অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চালানোর
সাহেবগঞ্জ ও ভাগলপুর এবং বাঁকা ও ভাগলপুরের মধ্যে বিশেষ ট্রেন


কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): যাত্রীদের ভিড়ের সামাল দিতে, পূর্ব রেলওয়ের মালদা বিভাগ সাহেবগঞ্জ ও ভাগলপুরের মধ্যে (১৮.১০.২০২৫ থেকে ৩০.১০.২০২৫ পর্যন্ত) এবং ভাগলপুর ও বাঁকার মধ্যে (২৪.১০.২০২৫ থেকে ৩০.১০.২০২৫ পর্যন্ত) অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করেছে।

ট্রেনটি সমস্ত স্টেশনে (হল্ট স্টেশন সহ) থামবে। সাহিবগঞ্জ – ভাগলপুর মেমু স্পেশাল সকাল ১০:০০ টায় সাহেবগঞ্জ থেকে ছেড়ে ভাগলপুরে ১১:৫০ টায় পৌঁছানোর কথা। ভাগলপুর – সাহেবগঞ্জ মেমু স্পেশাল দুপুর ১২:৩০ টায় ভাগলপুর থেকে ছেড়ে দুপুর ২:১০ টায় সাহেবগঞ্জে পৌঁছানোর কথা।

ভাগলপুর – বাঁকা ডেমু স্পেশাল ভাগলপুর থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে বাঁকা পৌঁছানোর কথা ২২:৩৫ মিনিটে এবং বাঁকা – ভাগলপুর ডেমু স্পেশাল বাঁকা থেকে ২৩:০০ মিনিটে ছেড়ে পরের দিন ০১:৩০ মিনিটে ভাগলপুর পৌঁছানোর কথা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande