উৎসবের সময় সামান্যতম অবহেলাও সহ্য করা হবে না, নির্দেশিকা মুখ্যমন্ত্রী যোগীর
লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): দীপাবলি-সহ আসন্ন উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে মুখ্যমন্ত্রী দফতর থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্য
যোগী আদিত্যনাথ


লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): দীপাবলি-সহ আসন্ন উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে মুখ্যমন্ত্রী দফতর থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কঠোর নির্দেশ জারি করেছেন। উৎসবের সময় সামান্যতম অবহেলাও সহ্য করা হবে না; সকল আধিকারিককে সক্রিয় থাকতে হবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, জনবহুল এলাকা, বাজার এবং ধর্মীয় স্থানে পুলিশ টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোন এবং সিসিটিভি ব্যবহার করে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও জরুরি অবস্থার জন্য দমকল বাহিনীকে সতর্ক থাকতে হবে। সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী এবং মাফিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখতে হবে। উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন নিশ্চিত করা সকল আধিকারিকের সর্বোচ্চ দায়িত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande