মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রস্তুতিতে নেমে পড়েছে মধ্য রেল। মধ্য রেলের সিপিআরও স্বপ্নিল নীলা বলেছেন, মধ্য রেল আসন্ন ছট ও দীপাবলি উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে ১,৭০২টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এই ট্রেনগুলি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস, পুনে, কোলহাপুর এবং নাগপুরের মতো স্টেশনগুলি থেকে শুরু হবে। এই ট্রেনগুলির মধ্যে ৮০০ টিরও বেশি উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রুট পরিষেবা দেবে।
সিপিআরও আরও বলেন, ট্রেনগুলি দেশের বিভিন্ন স্থানকে সংযুক্ত করবে। যাত্রীদের আরাম এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য, প্রধান স্টেশনগুলিতে ৩,০০০-এরও বেশি যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছে, যেখানে খাবার, জল, টয়লেট এবং ফ্যানের মতো সুযোগ-সুবিধা রয়েছে। টিকিট বুকিংয়ের জন্য মোবাইল ইউটিএস পরিষেবা উপলব্ধ এবং অপেক্ষার সময় কমাতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা