অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে, এবার জ্বলবে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ
অযোধ্যা, ১৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে, এবার জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ। ২৬ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে দীপোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্বেচ্ছাসেবকরা ২৬
অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে, এবার জ্বলবে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ


অযোধ্যা, ১৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে, এবার জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ। ২৬ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে দীপোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্বেচ্ছাসেবকরা ২৬ লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আগের বছরের রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন। এই প্রচেষ্টায় ১০,০০০ এরও বেশি মানুষ অংশ নিচ্ছেন। আগামীকাল সকাল থেকে বাতি এবং তেল যোগ করা হবে, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হবে। প্রদীপগুলি যেভাবে বসানো হয়েছে তার উপর ভিত্তি করে প্রদীপ গণনা করা হচ্ছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক রিচার্ড স্টেনিং বলেন, আজ একটা প্রচেষ্টা ছিল, আগামীকাল আমাদের একটা ভিন্ন রেকর্ড প্রচেষ্টা হবে। আগামীকাল আমরা আজকের মতো একই প্রক্রিয়া অনুসরণ করব। আগত লোকজনের কিউআর কোড স্ক্যানিং করা হবে এবং আমাদেরও একই রকম ব্যবস্থা আছে। আমাদের আলাদা জোন আছে। জোনগুলিকে আলাদা করে রাখা হবে এবং প্রত্যেকের তত্ত্বাবধানে দুজন করে স্টুয়ার্ড থাকবেন এবং তাদের কাজ হল বাতি জ্বালানো এবং প্রত্যেকে তাদের কাজ সঠিকভাবে করছে কিনা তা নিশ্চিত করা। আমরা যে পরিমাণ ত্রুটি পেয়েছি তা থেকে যেকোনো ধরণের অসঙ্গতি বাদ দেব।

অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেন, প্রতি বছর অযোধ্যায় নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ২৮ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে, ২১০০ জনেরও বেশি মানুষ আরতি করবেন। পুলিশ যথাযথ ব্যবস্থা করেছে। নজরদারির জন্য সিসিটিভি, ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande